ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

জৈন্তাপুর শ্রীপুর নদীতে নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিক দিলুর লাশ উদ্বার

বার্তাকক্ষ
এপ্রিল ২৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর শ্রীপুর নদীতে নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিক দিলুর লাশ উদ্বার করা হয়েছে। 
২৮ এপ্রিল সোমবার সকালে শ্রীপুর রাংপানি নদীতে নিখোঁজ পাথর শ্রমিক জিল্লুর রহমান দিলুর লাশ পানিতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন নদীতে লাশ দেখে পুলিশ কে খবর দিলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্বার করেন।  
গত ২৫ শে এপ্রিল রাত ৯ টার দিকে শ্রীপুর পাথর কোয়ারীর পাথর আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলো জিল্লুর রহমান দিলু (২৮)। 
সে উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের  আব্দুস সালামের পুত্র। 
গত শুক্রবার রাতে শ্রীপুর নদীতে পাথর ভর্তি নৌকা নিয়ে ফিরে আসার পথে ঝড়-বৃৃষ্টির কবলে পড়ে নৌকা ডুবে যায়। রুবেল নামে অপর সঙ্গী সাঁতার কেটে তীরে উঠে দিলুকে ডাক দিলে প্রথমে ডাকে সাড়া দেয়। পরে আর তার কোন সাড়া শব্দ পাওয়া যায় নাই। 
পরদিন তার সঙ্গীরা সহ পরিবারের লোকজন শ্রীপুর রাংপানি নদীর আন্তর্জাতিক সীমান্ত পিলার-১২৮০ নং এলাকায় অনেক খোঁজা-খোঁজির পর দিলুর ব্যবহৃত মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। 
নিখোঁজ ঘটনার তিন দিন পর সোমবার সকালে পরিবারের সদস্যরা তার লাশের সন্ধান পান। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তিনি জানান, নিহতের বড় ভাইয়ের আবেদনের পরি-প্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরিবারের নিকট লাশ হস্থান্তর করেছে। এদিকে বিকেলে স্থানীয় রুপচেং এলাকায় মরহুমের জানাজার নামাজ শেষ তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে এলাকার গন্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহন করেন।  

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।