ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ও হাসনাত আব্দুল্লাহ এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বার্তাকক্ষ
মে ৬, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি

চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আওয়ামীলীগ নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করা হয়।

৫ মে (সোমবার) বিকাল ৫ টায় চুনারুঘাট মধ্যবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৈষম্য বিরোধী শিক্ষার্থী ফজলে রাব্বি বক্তব্য বলেন, আওয়ামী সন্ত্রাসবাদ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে অবিলম্বে আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল মিয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই বিপ্লবের যোদ্ধাদের শেষ করে দেয়ার ষড়যন্ত্র চলছে দেশব্যাপী অচিরেই আওয়ামী সন্ত্রাসবাদ ও তাদের সহযোগীদের নির্মূল করতে হবে। বিগত ষোল বছর আওয়ামীলীগ যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম করছে নীতিগতভাবে রাজনীতি করার অধিকার তারা হারিয়েছে। যদি কেউ আবারো আওয়ামীলীগ কে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে ও আমাদের শক্ত অবস্থান থাকবে। আরও উপস্থিত ছিলেন , মাশরাফি মাহি, রায়হান আহমেদ, কাশেম, লিখন, পারভেজ প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।