ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের উদ্যোগে কুরআন শরীফ বিতরণ

বার্তাকক্ষ
মে ১২, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে পবিত্র কুরআন বিতরণের আয়োজন করেছে ছাত্রশিবির। এ উপলক্ষে
রোববার(১১মে)বিকাল ৫ টায় বাংলাদেশ ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনাসভা ও ৯০টি কুরআন বিতরণ কার্যক্রম  অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রশিবিরের সভাপতি,রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি রকিব হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী, আল-আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান(মাস্টার)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের পৌর আমীর আব্দুল মতিন বিশ্বাস,জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মতিউর রহমান, আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পরিচালক,মিজানুর রহমান,ছাত্রশিবিরের উপজেলা সভাপতি শামীম ইসলাম,  সেক্রেটারি বদরুল ইসলাম,প্রভাষক শাহীন আলম প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে একটি করে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। প্রসঙ্গত: ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলী ছুড়লে ৮ জন শাহাদাৎ বরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন হয়ে  আসছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।