ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
আজকের সর্বশেষ

লালমনিরহাটে মিথ্যা মামলায় বিএনপি নেতা দুলু খালাস পেলেন

বার্তাকক্ষ
মে ১৩, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

চয়ন কুমার রায়,লালমনিরহাট

লালমনিরহাটে মিথ্যা মামলায় বিএনপি নেতা দুলু খালাস পেলেন সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭৫ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০১৬ সালে বিএনপির নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় একটি আন্দোলনের আয়োজন করা হয়। পরে ওই ঘটনার জেরে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সন্ত্রাস ও নাশকতার অভিযোগ আনা হয়।

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গতকাল সোমবার আসামিরা আদালতে হাজিরা দিলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদিব আলি সকল আসামিকে অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। রায় ঘোষণার পর মামলার আসামিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।