ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
আজকের সর্বশেষ

আত্রাইয়ে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার

বার্তাকক্ষ
মে ১৩, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক কারাবারী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেওলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারী আব্দুর রাজ্জাকের বাড়ী তল্লাশী করে একগ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আখি খাতুন (৩১) কে আটক করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার লালুয়া গ্রামের দেলো সরদারের ছেলে মিঠুন সরদার (৪০) এবং ভর-তেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।