ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) উদ্ভাবিত লাগসই প্রযুক্তির স্থানীয়ভাবে প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরে আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিসিএসআইআরের পক্ষ থেকে সেমিনারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ ও অংকুরিত শিশু খাদ্য সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর এতে তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফয়সাল আবেদীন খান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এতে সভাপতিত্ব করেন। বিসিএসআইআরের সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান ও মো. আমিন হোসেন বিসিএসআইআর উদ্ভাবিত প্রযুক্তি সমুহ উপস্থাপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে বিসিএসআইআরের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. বদরুল আবেদীন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. সারোয়ার হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বক্তব্য রাখেন। পরে উপসচিব সহ অন্যান্যরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।