ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
আজকের সর্বশেষ

দুই দিনে গোলাপগঞ্জের ৭ আওয়ামী লীগ নেতা কারাগারে

বার্তাকক্ষ
মে ১৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!


গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতাঃ

গত দুই দিনে গোলাপগঞ্জ উপজেলার ৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।তারা সকলে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার আসামী।
গতকাল বুধবার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী সিলেট জজ কোর্টে আত্মসমর্পণ করে তাদের আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আটককৃতরা হচ্ছেন জেলা আওয়ামী লীগ নেতা, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন মনি ও ছাত্রলীগ নেতা সাদমান আহমদ।
এছাড়া গত মঙ্গলবার দুপুরে আরো ৬জন নেতাকর্মী সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এদের মধ্যে ৩ জনের জামিন মঞ্জুর ও ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক শেখ আশফাকুর রহমান।
আটকৃতরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন।
কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল কাদির।
জামিন প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, আব্দুস সামাদ জিলু, গোলাম দস্তগীর খান ছামিন।

বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, ছয় মামলায় ৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ৩জনের জামিন আবেদন মঞ্জুর এবং আরো ৩জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।