জসিম উদ্দিন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বজ্রপাতে মস্তুর মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) আনুমানিক ৩টায় উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মস্তুর মিয়া (৩৫) ওই ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম উল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, জমিতে ধান কাটার জন্য যান হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মস্তুর মিয়া জমিতে বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মস্তুর মিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।