ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
আজকের সর্বশেষ

বিদ্যুৎ অফিস স্থানান্তরের প্রতিবাদে আসামপাড়া বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন

বার্তাকক্ষ
মে ১৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ

পল্লী বিদ্যুৎ অফিস আসামপাড়া বাজার থেকে রাজার বাজার স্থানান্তরের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

(১৭ মে)শনিবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারী হিমু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী।


বক্তব্য রাখেন,গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক মোঃ আব্দুল হামিদ তালুকদার,বিএনপি নেতা জহিরুল হক চৌধুরী,শাহীন আহমেদ,যুবদল নেতা আসাদুজ্জামান শামীম,আসাম পাড়া বাজার কমিটির সহ-সভাপতি জুয়েল খাঁন,গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়জুর রহমান রিয়াদ ও যুবদল নেতা সজল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন দীর্ঘদিন ধরে আসামপাড়া বাজারে পল্লী বিদ্যুৎ অফিস সেবা দিয়ে আসছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি, তারপরও কেন?কি কারণে কার?কার স্বার্থে?পল্লী বিদ্যুৎ অফিসটি এখান থেকে সরিয়ে নেয়া হচ্ছে তা আমাদের বোধগম্য নয়।আমরা কোন ভাবেই দীর্ঘদিন ধরে সেবা দেওয়া পল্লী বিদ্যুৎ অফিসটি স্থানান্তর হতে দেব না। তারা পল্লী বিদ্যুতের উদ্বোধন কর্তৃপক্ষকে সুদৃষ্টি কামনা করেন। তারা বলেন আপনারা রাজার বাজারে আরেকটি পল্লী বিদ্যুৎ অফিস স্থাপন করেন তাতে আমাদের কোন অসুবিধা নেই। কিন্তু আমাদের এখান থেকে চলমান অফিস কারণ ছাড়াই স্থানান্তর করে নিয়ে যাবেন এটা আমরা হতে দেব না।তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান।নতুবা তারা আরো বড় আন্দোলনের ডাক দেবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।