ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
আজকের সর্বশেষ

আসামপাড়া বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ

বার্তাকক্ষ
মে ২০, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাওয়াতী গণ সংযোগের কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা গেছে।

সোমবার (১৯ মে) বিকেলে আসামপাড়া বাজারে গণসংযোগ কর্মসূচিতে উত্তর বাজার কলেজের সামন থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার এসে শেষ হয়। ১নং গাজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরুল ইসলাম সাজলের সভাপতিত্বে ইউনিয়ন অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমীর ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান

গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের পরিচিত ফরম ও পুস্তিকা বিতরণ করা হয়।

কর্মসূচিতে সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী-দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দাওয়াত দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলীর মানুষের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করা হয়। দাওয়াতি গণসংযোগ কার্যক্রমের সময় হ্যান্ডমাইকে জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য ছাড়াও ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এতে করে এই কর্মসূচিতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারি মীর সাহেব আলী, কর্মপরিষদ সদস্য ইমদাদুল হক চৌধুরী, মাওলানা রায়হান উদ্দিন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন সভাপতি মস্তুফা হুসাইন মস্তু,১নং গাজীপুর ইউনিয়ন সেক্রেটারী মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা আব্দুল মতিন, ফজলুর রহমান কাইয়ুম মাস্টার প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।