ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বার্তাকক্ষ
মে ২২, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বসাক পড়া এলাকায় 
বৃহস্পতিবার (২২ মে) সকালে নিজ বাড়ির শয়ন কক্ষের সরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় বীণা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ পৌরশহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা
যায়,পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে বীণা ও ছোট বসাক স্বামী-স্ত্রী বাড়িতে আসে। এর পর দুজনে দুটি পাশাপাশি রুমে শুতে যায়। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ

চলে যান। সকালের নাস্তা খেতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে নিজের ওড়না দিয়ে গলাস ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে  পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মর্মেও ওসি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।