ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ

ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বার্তাকক্ষ
মে ২২, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা মাঠে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও গাছের চারা বিতরণ করা হয়।

মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতা কামাত আঙ্গারীয়া যুব উন্নয়ন সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, আরিফুল ইসলাম আরিফ, তাসলুবা জান্নাত কেয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আমজাদ হোসেন বলেন, পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। পলিথিন এমন এক জিনিস যা ধ্বংস হয় না। তিনি পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের তৈরি পণ্য ব্যবহার ও বৃক্ষ রোপন করার আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।