ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ

হবিগঞ্জে ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

বার্তাকক্ষ
মে ২২, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট প্রতিনিধি।।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৩ দিনে গরু, শাড়ী, জামা-কাপড়, মদ, গাঁজাসহ প্রায় ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল আটক হয়েছে।
২২ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ০৩ দিনে শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গম এলাকায় ৯ টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ লক্ষ ৩৫ হাজার ৩২০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, জামা-কাপড়, মদ, গাঁজা, গরু, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল ।

বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন বাল্লা, গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা এবং হরিণখোলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ০৭ টি অভিযানে ৪৩ লক্ষ ১২ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, মদ, গাঁজা, গরু, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল আটক করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।