ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
আজকের সর্বশেষ

মিরপুর বাজার বিশ্বরোড থেকে দুই ব্যক্তি অচেতন অবস্থায় উদ্ধার

বার্তাকক্ষ
মে ২৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধি।।
আজ বেলা ১টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজার বিশ্বরোড এলাকা থেকে দুইজন অচেতন ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ। পরে তাদের তাৎক্ষণিকভাবে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে মিন্টু, যাঁর বাড়ি খুলনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তাদের শারীরিক অবস্থা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিবারের সন্ধান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে, যদি কেউ তাদের চিনে থাকেন বা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো উপায় জানা থাকে, তাহলে দ্রুত স্থানীয় থানায় অথবা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও অনুরোধ করা হচ্ছে, মানবিক বিবেচনায় পোস্টটি শেয়ার করে পরিবারের সন্ধানে সহযোগিতা করতে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।