ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে তিনশত রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

বার্তাকক্ষ
জুন ১২, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ
Link Copied!


জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শেকড় সামাজিক সংগঠন এর আয়োজনে চুনারুঘাটের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর অর্থায়নে তিনশত রোগীকে চিকিৎসা প্রদান ও সাত লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। ঈদের ৩য় দিনে ০৯ জুন রোজ রবিবার বালিয়াড়ি তরফদার বাড়ীতে সকাল ০৯ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এ সময় নাক কান গলাসহ বিভিন্ন রোগীদের বিশেষ উপস্থিত দেখা যায় ভুক্তভোগী রোগীগণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আনন্দিত হয়ে বলেন ডাঃ কামরুল হাসান তরফদার এবং শেকড় সামাজিক সংগঠন এই উদ্যোগ যেন অব্যাহত থাকে।

উক্ত মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন শেকড় সামাজিক সংগঠন এর সভাপতি এন স্বপন তরফদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজাজ ঠাকুর চৌধুরী, চেয়ারম্যান ৭নং উবাহাটা ইউনিয়ন , এ কে এম মনিরুজ্জামান তরফদার রিপন ম্যানেজার আশা এনজিও, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাশেম, আজাদ তালুকদার, জুনায়েদ আহমেদ রোমান আহাম্মেদ, জসিম উদ্দিন, তরফদার জামাল, আবুল কালাম আজাদ, বাবুল আহমেদ, হেলাল উদ্দিন, মাহি উদ্দিন ম্যানেজার পূবালী ব্যাংক, আরো উপস্থিত ছিলেন শেকড় সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির ইউনিয়ন কমিটির নেত্রী বৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।