ছাতক প্রতিনিধিঃ
ছাতক প্রেসক্লাবের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে তিন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা ঘটে। এইদিন ছাতক, দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জ উপজেলার কলম সৈনিক সাংবাদিকদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। শুক্রবার দুপুরে শহরের চিলিস থাই-বাংলা রেস্টুরেন্টে ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু। বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সদস্য তমাল পোদ্দার, হাবিবুর রহমান নাসির, সাংবাদিক নাজমুল হাসান জুয়েল, আবু বক্কর সিদ্দিক, ফয়ছল আহমেদ, তানভীর আলম জাকির। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজ উদ্দিন রাজু, এডভোকেট হামিদুর রহমান বাবলু, সদস্য আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক আমির আলী, সেলিম মাহবুব, আবু বক্কর সিদ্দিক চৌধুরী, সুজন তালুকদার, আলী হোসেন, খালেদ মিয়া, জামিল আহমদ, বদরুল আলম রুবেল, আলাল মিয়া প্রমুখ। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে কলম সৈনিক ও জাতির দর্পন বলে খ্যাত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সমাজের সকল স্তরে ঐক্য থাকলেও সাংবাদিকদের সংগঠন বা তাদের মধ্যে ঐক্যের ঘাটতি বিরাজমান। সাংবাদিকদের মধ্যে প্রতিহিংসা থাকায় অন্য শ্রেণির লোকজন সেটার সুবিধা ভোগ করছে। কাজেই সাংবাদিকদের মধ্যে সকল প্রতিহিংসা ও ভেদাভেদ ভুলে বিশেষ করে মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।