চুনারঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের চুনারঘাটে সিএনজি চালক মর্তূজ হত্যাকান্ডে চা শ্রমিক নেতা ও ইউপি মেম্বার নিপেন পালকে আসামী করায় চা শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, গত ৬ জুন রাত ১০টায় উপজলার চান্দপুর চা বাগানের বাসস্ট্যান্ড কতিপয় চা শ্রমিকদের পিটুনীতে নিহত হয় নয়ানী গ্রামের সি এন জি চালক মর্তূজ আলী (৫০)। এ হত্যা মামলায় ১২ জনকে আসামী করে চুনারঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। একটি কুচুক্রী মহল ষড়যন্ত্র করে এ হত্যা মামলায় ৩নং দেওরগাছ ইউপি মেম্বার ও চা শ্রমিক নেতা নিপেন পালকে আসামী করেন। তাকে হত্যা মামলার আসামী করায় চা শ্রমিকেরা ফুঁসে উঠছেন। চা শ্রমিকরা জানান, অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে নিপেন মেম্বারের নাম বাদ না দিলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবো। ইউপি মেম্বার চা শ্রমিক নেতা শিবুজন বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এ হত্যা মামলায় ফাসানো হয়েছে। সংরক্ষিত মহিলা মেম্বার রুমা ওরাং বলেন, যে ভাবে ষড়যন্তর করে ইউপি মেম্বার নিপেন পাল কে এই মালায় আসামী করা হয়েছে। তাকে এই হত্যা মামলার দায় থেকে অব্যাহতি না দিলে আমরা চা শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলব। চা শ্রমিক পঞ্চায়েত নেতৃবৃন্দ বলেন সঠিক তদন্তের মাধ্যমে যারা হত্যা কান্ডের সাথে জড়িত তাদের কে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান এবং এ ঘটনার সাথে জড়িত নয় তাদের নাম প্রত্যাহারের দাবী জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।