ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ

উদ্দেশ্য প্রণোদিত, কাল্পনিক ও মিথ্যা সংবাদের প্রতিবাদ

বার্তাকক্ষ
জুন ১৫, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি

নিবন্ধন ও ঠিকানাবিহীণ অনলাইন নিউজের পেইজে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের হাজী মানিক মিয়ার ছেলে ফয়সল মাহমুদ কে নিয়ে কাল্পনিক, মিথ্যা ও সাজানো সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

এরকম মিথ্যা সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ফয়সল মাহমুদ। এক বিবৃতিতে তিনি বলেন, গত ৯ জুন ২০২৫ ইং তারিখে “মেঘনা টিভি অনলাইন” ও “নন্দিত টিভি অনলাইন” নামক পরিচয়বিহীন পোর্টালে আমাকে নিয়ে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। এতে আমার সম্মানহানি ঘটানোর চেষ্টা করা হয়েছে।

একইসাথে দাঙ্গাবাজ, বেপরোয়া ও উচ্ছৃংখল বলে আমাকে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা পুরোটাই একটি চক্রান্তের অংশ। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত আমার বড় ৩ ভাই ও ছোট ২ ভাই প্রবাসে থাকায় বাড়ি ঘর, সহায় সম্পত্তি ও বাবা-মা’র দায়িত্ব পালন করে আসছি। কখনো কেউ আমার বিরুদ্ধে ন্যুনতম অভিযোগ করার সুযোগ পাননি। সততা ও নিষ্টার সাথে আমি আমার জীবন এবং দায়িত্ব পালন করে যাচ্ছি।

এছাড়া কোন অনৈতিক কর্মকান্ডের সাথে আমার যোগাযোগের বিষয়টি হাস্যকর। এরপরও এরকম কাল্পনিক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা শীগ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

প্রতিবাদকারী
মোঃ ফয়সল মাহমুদ
পিতা: হাজী মানিক মিয়া
ঘনশ্যামপুর বড় বাড়ি, আহম্মদাবাদ, চুনারুঘাট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।