ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

চুনারুঘাটে প্রতিশোধ নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ২৫, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিশোধ নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে প্রতিপক্ষের একদল লোক। জানা গেছে, গত ২০/৯/২৪ ইং তারিখে রাত ১ টার দিকে উপজেলার গাজীপুর ইউপির উসমানপুর গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র মোঃ আঃ জলিল, আব্দুল কাদিরের পুত্র মোঃ শরীফ উদ্দিন, মৃত উকিল মিয়ার পুত্র সুজাত মিয়া, বাহার মিয়া, মৃত রফিক মিয়ার পুত্র জালাল মিয়াসহ একদল লোক  “রায়হান এন্টারপ্রাইজ” প্রাণ কোম্পানির ডিলার শিপ মোঃ আবুল কাদের, যার লাইসেন্স কোড –  3697872)’ এর উসমানপুর প্রাণ কোম্পানির ২নং গেইটে চুরি করতে গেলে উসমানপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আবুল কাদের (৪৫), মোঃ রায়হান মিয়া (২০) তাদেরকে ধরিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে প্রাণ কোম্পানি বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেন।  মোঃ আঃ জলিল, সুজাত মিয়া, বাহার মিয়া, জালাল মিয়া মোঃ শরীফ মিয়া এ মামলায় হাজত ভোগ করে বাহির হয়ে গত ১১/১২/২০২৪ ইং তারিখে হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ- ০২ এর আদালতে হাজির হয়ে প্রতিশোধ নিতে গত ০৯/১২/২০২৪ ইং তারিখে সোমবার নিজেরা – নিজেরাই মারপিট করে  বসতবাড়িতে হামলার অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নং -৮০৩/২৪। এবিষয়ে গ্রাম্য মুরুব্বিয়ানের গণস্বাক্ষরের মাধ্যমে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত দরখাস্ত দেয়া হয়েছে। ভুক্তভোগী মোঃ আঃ কাদের বলেন, এ মামলায় অব্যাহতি নিতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান তারা। এবিষয়ে গাজীপুর ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান শারফিন আক্তার সত্যতা নিশ্চিত করে বলেন, উসমানপুর গ্রামের মোঃ আঃ কাদের (৪৫), মোঃ রায়হান মিয়া (২০) এর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে। এ মামলা থেকে তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুরুব্বিয়ানগণ। উল্লেখ্য যে, মোঃ আঃ জলিল, সুজাত মিয়া, বাহার মিয়া, জালাল মিয়া মোঃ শরীফ মিয়ার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতি মামলা রয়েছে। তারা বিভিন্ন জন্যকে মিথ্যা মামলা দিয়ে চাঁদা আদায়সহ চাঁদা দাবি করে আসছে বলে স্থানীয় সচেতন মহলের একটি অংশ জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।