সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাসকান্দি বেগম বাজার হতে চান্দেরচর গাজী মার্কেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি ৫৪ বছরেও সংস্কার হয়নি। এ কারনে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী ও কৃষক সহ ৩ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ নিত্যদিনের দুর্ভোগ নিয়ে চলচল করতে হয় একমাত্র এই রাস্তাটি দিয়ে ।
রাস্তার এ বেহাল দশা আর দুর্ভোগের অবসান চেয়ে বুধবার সকাল ১০ টায় ওই এলাকার আরব অলী মার্কেটের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, কৃষক ও এলাকাবাসী ।
স্কুল ও কলেজগামী শিক্ষার্থী , পথচারী ও কৃষকরা চরম দুর্ভোগ শিকার হচ্ছেন রাস্তার বেহাল দশার কারনে । এছাড়া এই অঞ্চলের অধিকাংশ মানুষেরই আয় রোজগার কৃষিনির্ভর । মৌসুমী বিভিন্ন সবজিসহ সব ধরনের ফসলের চাষাবাদ হয় এই এলাকায় । এসব ফসল এলাকার কৃষকরা ঢাকার শ্যামবাজার ,যাত্রাবাড়ী,কাওরান বাজার আড়তে বিক্রি করে । কিন্তু রাস্তাটির অবস্থা খারাপ হওয়ার কারনে এ ফসল ঠিকমত পরিবহন করতে পারছেন না ।
এখানে রয়েছে ১৫টি মসজিদ,১ দাখিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি কমিউনিটি ক্লিনিক, ৩টি বাজার, ৩টি পাকা সেতু কিন্তু এসব জনবহুল, গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে সংযুক্ত প্রধান সড়কটি উন্নয়নের ছোঁয়া পায়নি ৫৪ বছরেও ।
মানববন্ধনে খাসকান্দী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া সালমান মারিয়াম জানান, ‘স্কুলে যেতে অটোরিকশায় উঠলে ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়, আর হেঁটে যাওয়ার সময় জুতা হাতে নিয়ে যেতে হয়। মাঝে মাঝেই পড়ে জামাকাপড় নষ্ট হয়, আহত হয়েছে অনেকেই। আমরা চাই দ্রুত রাস্তাটি পাঁকা করে দেওয়া হোক।’
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, নির্বাচন এলেই আশ্বাস আসে, স্বপ্ন দেখায় জনপ্রতিনিধিরা। কিন্তু তাদের দেওয়া আশ্বাস আর জনসাধারণের দেখা স্বপ্ন ঘর থেকে বেরোলেই দুঃস্বপ্নে পরিণত হয় । তাদেও সকল প্রতিশ্রুতি আর স্বপ্ন মিলে যায় বৃষ্টির জলের কাঁদা জলের সাথে।
এব্যাপারে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ জানান, রাস্তার বিষয়টি প্রকৌশল অফিস, উপজেলা নির্বাহী অফিস ডিসি অফিসহ সংশ্লিষ্টরা অবগত আছেন। শীগ্রই সরেজমিনে সার্ভে করে উপজেলা, জেলা বা ইউনিয়ন পরিষদের অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।