ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ

জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারীদের স্মরনে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তাকক্ষ
জুলাই ১, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিনঃ
জুলাই-আগষ্ট বিপ্লবে শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা জুলাই) বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী হাফেজ ফুয়াদ হাসানের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ মানুষের নেতা (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মীর সাহেব আলী,কর্ম পরিষদ সদস্য মাওলানা ইমদাদুল হক চৌধুরী,কাজী এম এ খালেক, মাওলানা রায়হান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি মহিবুর রহমান মাসুম,সেক্রেটারী জাহাঙ্গীর আলম,পেশাজীবি ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল,রাণীগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবু তাহের ও মাস্টার ফজলুল হক,শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, এনামূল হক মুন্সী, মোস্তাফিজুর রহমান শিবলু, নাইমুলহক তানজিলসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত আরো অনেক নেতৃবৃন্দ। প্রধান অতিথি জুলাই বিপ্লবের শহীদদের শাহাদাতের মর্যাদা ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি আগামী দিনে এদেশের মানুষের সমর্থন নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্টার আশাবাদ ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।