ভূমির খাজনা আদায়ে সুনামগঞ্জ জেলার মধ্যে শীর্ষে ছাতক
ছাতক প্রতিনিধিঃ
ছাতক প্রতিনিধিঃ
এই বছর ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ে সুনামগঞ্জ জেলার মধ্যে শীর্ষে রয়েছে ছাতক উপজেলা। আর এই অসামান্য সাফল্য অর্জনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হলেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির। ২০২৪-২৫ অর্থ বছরে তিনি জেলার মধ্যে শতভাগ রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছেন। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছিল ১ কোটি ৭৮ লক্ষ ৫৩ হাজার ৩’শ ৩৫ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে আদায় হয় ২ কোটি ২৮ লক্ষ ৫৯ হাজার ৬শ’ ২৮ টাকা। যাহা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫০ লক্ষ টাকা বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে ভূমি কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ৯’শ ৮৩ টাকা। যেখানে আদায় হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৫৯ হাজার ৬’শ ২৮ টাকা। সাধারণ ও সংস্থার যৌথ ভূমি উন্নয়ন কর মিলিয়ে এই উপজেলায় আদায় হয় ২ কোটি ৫০ লক্ষ ১২ হাজার ৯’শ ৫৮ টাকা। যাহা সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে ভূমি কর পরিশোধে উৎসাহিত করা হয় বলে জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনা এবং ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির এই উপজেলায় যোগদানের পর থেকে সেবার মান বৃদ্ধি, জনভোগান্তি হ্রাস এবং স্বচ্ছতা নিশ্চিত করে তিনি সরকারের ভাবমূর্তি উন্নয়নে সাধারণ জনগণের কাছে ইতিবাচক ভূমিকা পালন করছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।