ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। সোমবার দুপুরে শহরের চিলিস থাই-বাংলা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এডভোকেট সুফি আলম সোহেল বলেন, সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যারা এ মহতি পেশায় জড়িত রয়েছেন তাদের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি ছাতকের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে মানুষ ও রাষ্ট্রের কল্যানে কাজ করার আহবান জানিয়েছেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংবাদিক তমাল পোদ্দার, আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট হামিদুর রহমান বাবলু, সায়েম আহমদ, হাবিবুর রহমান নাসির, আরিফুর রহমান মানিক, নাজমুল হাসান জুয়েল, উজ্জীবক সুজন তালুকদার, আমির আলী, সেলিম মাহবুব, এ আর সায়েম, আবু বক্কর সিদ্দিক, জামিল হোসেন, আবু বক্কর সিদ্দিক চৌধুরী, জামিরুল ইসলাম রেজা, দেলোয়ার হোসেন জয়, আদিল মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র সমন্বয়ক ও এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবায়ের। মতবিনিময় শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে সকল সাংবাদিক প্রীতিভোজে অংশ নেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।