ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বার্তাকক্ষ
আগস্ট ৫, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামাল হোসেন লিটন : চুনারুঘাটে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী । গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) গভীর রাতে, পৌর এলাকার মমিনপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মনিনপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে রমিজ মিয়া (৪২) ও একই এলাকার সোহাগ মিয়া (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৩০০ টাকা, দুটি ধারালো ছুরি ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।