জসিম উদ্দিন,চুনারুঘাট
চুনারুঘাটের ১নং গাজীপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুক্তরাজ্য গমনকারী আরিফুল ইসলাম (সবুজ) ও উচ্চ শিক্ষার উদ্দেশ্য হাঙ্গেরি গমনকারী আশরাকুল আলম (ছালিন) এবং প্রবাসী জসীম উদ্দিন (বিল্লাহ) প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার জারুলিয়া বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে এক বিদায়ী সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরুল ইসলাম (সাজল) এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় , বিদায়ী বক্তব্য রাখেন যুক্তরাজ্য গমনকারী আরিফুল ইসলাম (সবুজ), উচ্চ শিক্ষার উদ্দেশ্য হাঙ্গেরি গমনকারী আশরাকুল আলম (ছালিন), প্রবাসী জসীম উদ্দিন (বিল্লাহ)।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আব্দুল মালেক ইয়াকুত,শেখ আব্দুল ওয়াহিদ, আব্দুল খালেক শাহিন,সিরাজুল ইসলাম (কাজল) প্রমুখ।
সিরাজুল ইসলাম তার বক্তব্য প্রধান কালে বলেন, আজকের এই বিশেষ দিনে আমি অনুভব করছি এক ধরনের মিশ্র অনুভূতি এতে আনন্দও আছে আবার গভীর বিষাদও, আনন্দ এই কারণে তোমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ কিন্তু বিষাদের কারণ হলো আমরা হারাতে যাচ্ছি একজন সংগঠনের একনিষ্ঠ কর্মীদের জ্ঞানী ও মেধাবী মানুষকে, তোমরা যখন আমাদের মাঝে ছিলে শুধু দায়িত্ব পালন করনি আমাদের প্রত্যেককে কিছু না কিছু শিখিয়েছো।
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্হানীয় নেতৃবৃন্দ, সকলের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।