জামাল হোসেন লিটন।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান
বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, গতকাল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য, এটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও আমাদের মাঝে আনন্দ ও মিলনের বার্তা নিয়ে আসে। সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
চুনারুঘাট উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারক-বাহক হিসেবে আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান সর্বদা মানুষের পাশে থেকেছেন। তিনি বিশ্বাস করেন— ধর্মীয় উৎসব সবার। তাই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তিনি সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করেন। আসুন, এই উৎসবের আহ্বানে আমরা ঘৃণা-বিদ্বেষ ভুলে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।