চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোরে উপজেলার শানখলা এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাবের একটি টিম।
র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসের অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় ১৫টি পলিথিনে মোড়ানো মোট ২২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ আলী (২৩), পিতা- ইয়াকুব আলী, সাং-বড়াইল এবং জসিম মিয়া (২৫), পিতা- আব্দুল জাহির, সাং-তেলউক্তা, উভয়েই চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।