ধুনট, বগুড়া,কারিমুল হাসান
বগুড়ার ধুনটে গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ২০২৪ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ২৫ ডিসেম্বর গোপালনগর ইউ,কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এক ঘন্টার এ পরীক্ষায় ধুনট ও কাজিপুর উপজেলা হতে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে মেধাক্রমে ৪৯ জন ও শুভেচ্ছায় ৩০ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়।
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের হিসেবে দায়িত্ব পালন করেন এম. এ আর সনেট, উপ পরীক্ষা নিয়ন্ত্রক রাজীব মাহমুদ, কেন্দ্র সচিব হাবিবুর রহমান, উপকেন্দ্র সচিব রাজীব আহমেদ, হল সুপার হৃদয় আহমেদ, সহকারী হল সুপার হানিফুজ্জামান, ট্রাস্টের সাংগাঠনিক নাবিলা তাবাসসুম , প্রচার সম্পাদক লেলিন, ধর্ম সম্পাদক আবু হাসেম, রবিউল ,মিরাজুল ইসলাম, কামরুল, রবিউল করিম, শিহাব, বাইজিদ, কাওছার, আল রাফি।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা জিএমসি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক হাসান মাহমুদ, ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোলাইমান সরকার, প্রধান শিক্ষক আতিকুর রহমান খোকন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ট্রাস্টের সভাপতি অ্যামেরিকান প্রবাসী বায়জীদ বোস্তামী জানান, পরবর্তীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে অর্থ ও সনদপত্র প্রদান করা হবে। একই সাথে বৃত্তি পরীক্ষায় সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য সংগঠনের সাথে সম্পৃক্ত সকল উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ট্রাস্টের আগামী দিনের সাফল্য কামনা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।