আবু ছায়েদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিরাজপুর পি.এল. একাডেমির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি ২০১৩ সালের শহীদ রাসেলের পরিবার ও ৫ আগস্ট আহতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, সেনবাগ উপজেলা জামায়াতের আমির ইয়াসিন করিম, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বেলায়েত হোসেন এবং সেক্রেটারি মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক গোলাম কবির ফয়সালসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ অংশে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে এবং সংগঠনকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।