ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

বাগেরহাটে বিদেশী মদ-ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

বার্তাকক্ষ
ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম রাজ,বাগেরহাট
বাগেরহাটে বিদেশী মদ-ফেনসিডিল সহ বিশ্বজিৎ সেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের কাজী নজরুল  ইসলাম রোর্ডের সিদ্দিক মার্কেটের  তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি বিশ্বজিৎ সেনকে  আটক করে তার হেফাজতে থাকা ২ বোতল বিদেশী মদ ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি ওই এলাকার মৃত তন্ময় কুমার সেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই বিপ্লব রায় এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটকৃত অভিযুক্ত বিশ্বজিৎ সেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।