বিভাগীয় প্রতিনিধি, রংপুর
পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থপাচারের ফাইলসহ দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস সদস্য সোহানুর জামান নয়নের বাড়িতে বিএনপির পক্ষ থেকে খোঁজখবর নেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থপাচারের ফাইলগুলো ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থপাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। তিনি বলেন, যারা অগ্নিকান্ড নিভানোর জন্য নিজের জীবন বাজি রেখে যারা ফাইট করেছে। তার মধ্যে একজন সোহানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও রন্ধ্রে রন্ধ্রে তাদের দোসররা রয়েছে। বিশেষ করে আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামদি করছে। বিএনপি সাধ্যমত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের পরিবারের পাশে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি। এসময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতাগণ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।