ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

চুনারুঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুরে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ মফিল মিয়া চৌধুরী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সে ওই গ্রামের মৃত আব্দুল আলী চৌধুরীর ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে ওই গ্রামের সরকারী খাস জমি নিয়ে আব্দুল আলী চৌধুরীর ছেলে মফিল মিয়ার সাথে একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া ও আনোয়ার খাস জমি নিয়ে আব্দুল আলী চৌধুরীর ছেলে মফিল মিয়ার সাথে একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া ও আনোয়ার মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা রয়েছে। গতকাল উল্লেখিত সময় গ্রামের সুকুইন্না টিলা নামকস্থানে মফিল মিয়াকে একা পেয়ে উল্লেখিতরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখানে তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে তার,মৃত্যু হয়।  চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, দু’পক্ষের সংঘর্ষ হলে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে সিলেট ওসমানীতে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।