প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাটে চণ্ডী চা বাগান এলাকায় বালুবোঝাই ট্রাক চাপায় সজল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত সজল মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার সাতছড়ি সড়কের চণ্ডী চা বাগান মাজার সংলগ্নে আঞ্চলিক মহা সড়ক জামটিলা এলাকায় পৌঁছা মাত্রই বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামন থেকে ধাক্কা দেয়। এতে সজল মিয়া সড়কে ছিটকে পড়লে ট্রাক তাকে চাপা দিলে ক্ষতবিক্ষত হয়ে যায় দেহ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।