ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

বনবিভাগের কাজ করতে গিয়ে ১৯ শ্রমিক অপহরণের শিকার

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিক দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছে বলে জানা গেছে। তবে অপহৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আজ সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে বনবিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।