ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

হবিগঞ্জ শহরে ছিনতাইকারী চক্র বেপরোয়াঃ কুম্ভকর্ণের ঘুমে প্রশাসন

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব বার্তা পরিবেশক

হবিগঞ্জ শহরে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র।প্রশাসনের নিরব ভূমিকায় প্রতিনিয়তই শহরের বিভিন্ন পয়েন্টে, রাস্তার মোড়ে, সিএনজি, টমটম, রিকশা, বিভিন্ন যানবাহন, গুরুত্বপূর্ণস্থান হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন জরুরি সেবা, যাতায়াতমুখি মানুষকে বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাইকারীরা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, অর্থকড়িসহ বিভিন্ন মালামাল লুট করে নিচ্ছেন। একটি গোপন সূত্র জানায়, ছিনতাইকারী চক্র নির্জন সময় বেচে নিয়ে ভোরবেলা, সকাল, রাত ১১টা ১২টার পর সাধারণ মানুষকে জিম্মি করে সাথে থাকা সবকিছুই লুট করে নিচ্ছেন। জুনায়েদ মিয়া (৫০) নামে এক ভুক্তভোগী জানান, আমি ভোরে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা আমার ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। রাহেলা আক্তার নামে এক নারী জানান, শহরে টমটম যাতায়াত অবস্থায় আমার একটি স্বর্ণের গলার হার টান দিয়ে নিয়ে গেছে।  রোববার (২৯ ডিসেম্বর) বিকাল তিনটায় তিনকোনা পুকুর পাড় এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ‘আইফোন সিক্সটিনথ ফম্যাক্স, যার দাম ১লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নেয়ার সময় জনতা ওই চক্রের সদস্য হবিগঞ্জ সদর উপজেলার ফান্ডাইল গ্রামের মৃত গাজি মিয়ার পুত্র সাইরুল ইসলাম (৩২)কে ধরে উত্তম মাধ্যম দেয়ার সময় পর্যায়ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। প্রতিনিয়তই শহরে ঘটছে এমন ঘটনা। কিন্তু প্রশাসনের নিরব ভূমিকায় ছিনতাইকারী চক্র উন্মাদ চলাফেরা করছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।