ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

ঢাকাকে হারিয়ে দুর্দান্ত শুরু রংপুরের

বার্তাকক্ষ
ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা ডেস্ক 

কদিন আগে রংপুর রাইডার্স জিতে এসেছে গ্লোবাল সুপার লিগ। বিপিএলে একাদশ আসরের প্রথম ম্যাচেও জয় পেল তারা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে তিন ব্যাটসম্যানের চল্লিশ ছোঁয়া ইনিংসে রংপুর তোলে ৬ উইকেটে ১৯১ রান। জবাবে ঢাকা করে ৯ উইকেটে ১৫১ রান।

রংপুর ম্যাচটি জেতে ৪০ রানে। শেখ মেহেদি হাসান ২৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া খুশদিল শাহ ১৫ রানে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করে ঢাকা। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। তানজিদ হাসান (৩০) ফিরলে জুটি ভাঙে। আরেক ওপেনার লিটন ৩ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। তবে এরপর ছন্দপন হয় ঢাকার। স্কোরবোর্ডে একশো তোলার আগেই তারা হারায় ৫ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস।

তার আগে রংপুরের উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। তবে তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। সাইফ দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করে ফিরলে জুটি ভাঙে। ইফতিখার আউট হন ৩৮ বলে ৪৯ রান করে। তার ইনিংসে ছিল ৮ চার। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করেন। ৩ টি করে চার ও ছক্কায় খুশদিল শাহ ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকলে রংপুর ১৯১ রানের সংগ্রহ পায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।