ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪

টেলিটকের ‘তারুণ্য’ ও ‘অদম্য’ স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন

বার্তাকক্ষ
ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিদিন ডেস্ক 

বিপিএল ২০২৫ উপলক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দুটি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকায় তাঁর বাসভবনে এই দুই স্পেশাল ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদসভার চেয়ারম্যান ড. মোঃ মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অপরদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।