ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

দুই জেলায় লাশ উদ্ধার 

বার্তাকক্ষ
ডিসেম্বর ৩১, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিভাগীয় প্রতিনিধি, রংপুর

রংপুরে সেরাজুল ইসলাম (৩৪) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়াদরগার পাথার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সেরাজুল ইসলাম কালুপাড়া ইউনিয়নের হাঁড়িভাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে। এঘটনায় নিহতের বাবা ও সৎ মাকে আটক করেছে পুলিশ। এলাকাবাসি সূত্রে জানা যায়, সেরাজুল ইসলাম গত ২৬ ডিসেম্বর কালুপাড়া ইউনিয়নের হাঁড়িভাঙ্গা ঈদগাঁও মাঠের কারেঙ্গাঁরতলে সস্ত্রীক ওয়াজ মাহফিলে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। এঘটনায় পরদিন সেরাজুল ইসলামের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ডায়েরি করেন। নিখেঁাজের ৫দিন পর সোমবার দুপুরে এলাকাবাসি উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়াদরগার পাথার এলাকার একটি আলু ক্ষেতে বস্তায় ভরে হালকাভাবে মাটিচাপা দেওয়া লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বদরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রামবাসী সেরাজুল ইসলামের বাবা আব্দুস সামাদ ও তার সৎ মা নুর জাহানকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে। 

গাইবান্ধায় পুকুর থেকে ধলু শেখ (৭০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩০ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর শোলাগাড়ী এলাকার আব্দুল মজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত ধলু শেখ একই উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকার মৃত ময়নুদ্দীন শেখের পুত্র। নিহতের পরিবারের সদস্যরা বলেন, ধলু শেখ পেশায় ভিক্ষুক। চোখে কম দেখতেন ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ হন। সোমবার পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, ধলু শেখ নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।