ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে জোরপুর্বক জমি অধিগ্রহণ বাতিল ও ক্ষতিগ্রস্থদের জমি ফিরিয়ে দেয়ারদাবীতে মানববন্ধন  

বার্তাকক্ষ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম, পঞ্চগড়

 বিগত সরকারের উন্নয়নের অজুহাতে পঞ্চগড়ের আরাজি শিকারপুর মৌজার খোলাপাড়া গ্রামে পলিটেকনিক ইনস্টিটিউট  এর নামে জোর পুর্বক জমি অধিগ্রহণ বাতিল ও ক্ষতিগ্রস্থদের জমি ফিরে দেয়ার দাবীতে মানববন্ধন অনুস্ঠিত হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া  গ্রামে এই মানববন্ধনের আযোজন করে ভুক্তভোগি জমির মালিকরা। মানববন্ধনে ভুক্তভোগি পরিবারের নারী- পুরুষ,শিশুরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,ডা: অমিত, সাবেক শিকক্ষ মো: নুরুল ইসলামসহ ভুক্তভোগিরা। তারা বলেন বার বার একই পরিবারের জমি সরকারী স্থাপনা নির্মাণে অধিগ্রহণ নিয়ম বহিভুত। এভাবে জমি অধিগ্রহণ করা হলে অনেকেই ভূমিহীন হয়ে পড়বে। এসময় তারা অভিযোগ করে বলেন, ২০২১-২২ সালে তৎকালীন জেলা প্রশাসক সুকৌশল অবলম্বন করে ১২ টি পরিবােরর ১৫ বিঘা জমি অধিগ্রহণের কার্যক্রম চালানোর কারনে অনেক বিষয় তারা ঠিকমত জানতেও পারেননি। এ নিয় তারা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় পর্যন্ত আবেদন করেও কোন প্রতিকার পাননি। ৫লক্ষ টাকা শতক মূল্যের জমি মাত্র ১২ হাজার টাকা শতকে দাম নির্ধারন করায় এখন অনেক বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অবিলম্বে জমি অধিগ্রহণ বাতিল ও ক্ষতিগ্রস্থদের জমি ফিরে দেয়ার দাবী জানান ভুক্তভোগীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।