ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

সদরপুরে সরকারি খাল – রাস্তা দখল করে চলছে স্থাপনা নির্মাণ 

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

জেলা প্রতিনিধি,ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের হাকিম বেপারীর ডাঙ্গী মন্ডল ডাঙ্গীতে সরকারি খাল – রাস্তা দখলে করে চলছে স্থাপনা নির্মাণ কাজ। 

জানা গেছে, হাকীম বেপারীর ডাঙ্গীর রতন মোল্যা ৬৪ নং দিয়ারা চরবিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাল ভরাট করে ইটের প্রাচীর নির্মাণসহ মন্ডল ডাঙ্গীতে মৃত দরবেশ খানের স্ত্রী আলেয়া বেগম যাতায়াতের রাস্তায় মাটি ভরাট করে বসতভিটা বানানোর নামে রাস্তা দখল করে রেখেছেন।

সূত্র জানায়, সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তারা পরিদর্শন করে অবৈধভাবে দখল করে রাখা তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেন ভূমি প্রশাসন। 

কে শুনে, কার কথা? চলছে ভূমি দখলে মাতোয়ারা হয়ে তাদের প্রাচীর নির্মাণের কাজ। দখলকারীরা বলছেন, তারা স্ট্যাম্পের মাধ্যমে ওই ভূমি ক্রয় করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।