ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে প্রাথমিক পর্যায়ে কোমলমতি শিশুদের হাতে নতুন বই

বার্তাকক্ষ
জানুয়ারি ১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিন বুধবার (১জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে এদিন  পৌরশহরে অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও রকিবুল হাসান। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম-উদ্দিন,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানসহ স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী,অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। একই সাথে এদিন উপজেলার ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেন, বিভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রায় ২৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।