আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন -
এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর: রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রংপুর জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ ১ জানুয়ারী বুধবার দুপুরে রংপুর মহানগরে একটি র্যালি বের করা হয়। র্যালিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম রাজু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুলসহ নেতা কমর্ীগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রংপুর জেলা ছাত্রদল ও বিএনপির নেতাগণ বলেন, দেশ যখনই সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীগণ। তারা সকলেই জেলা ছাত্রদলকে সু সংগঠিত করতে ঐক্যবদ্ধ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে রংপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএমপি কার্যালয়ের সামানে এসে শেষ হয়।
এস এম রাজ, বাগেরহাট : স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) বিকালে জেলা শহরে নূরমসজিদ মোড়ের আঞ্চলিক দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ছাত্রদলের সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুলের, ছাত্র নেতা স্বাধীন মোল্লা,হুমায়ুন শেখ, সাদিকুল ইসলাম সাদিক, মিজানুর রহমান বাবু। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০১ জানু:২০২৫) বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মুক্ত মঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নুর, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র যুগ্ন সম্পাদক মোখলেসুর রহমান (মুকুল), সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইমাম হোসেন (রিফাত), সদস্য সচিব হাসান আলী, ছাত্র নেতা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।