ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে শীতে জবুথবু জনজীবন

বার্তাকক্ষ
জানুয়ারি ২, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দীপংকর শীল সৌরভ 

শীতের  দাপটে  কাঁপছে  হবিগঞ্জের  চুনারুঘাট  উপজেলার মানুষ। পাহাড়ি ঘেষা  এলাকা হিসাবে  এ উপজেলায় শীত বেশিই থাকে। এতে ভোগান্তি পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষজন। বিকাল ৩/৪ টার পর থেকেই ধীরে ধীরে শীতের প্রকোপ দেখা দিচ্ছে। সঙ্গে হিমেল  হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত,  কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। অনেকদিন দিনের বেলায়ও দেখা মিলে না সূর্যের। চারপাশ থাকে কুয়াশায় ঢাকা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বাড়ছে। চুনারুঘাট পৌর এলাকায় অঞ্জিত দাস নামে এক রিকশা চালক জানান, সকাল ১০ পর থেকে যাত্রী পাওয়া গেলেও সন্ধ্যার পর কিংবা খুব সকালে যাত্রী তেমন পাওয়া যায় না। শীতের কারণে রিকশা ঠিকভাবে চালানো যায় না। ফলে আয় উপার্জন কমে গেছে। এদিকে, শীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  বহির্বিভাগে রোগীর সংখ্যা বাড়ছে।  বিশেষ করে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। এসব রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি  হচ্ছেন। এ শীতে চুনারুঘাট পৌরশহরের মাদ্রাসা মার্কেট সংলগ্ন রাস্তার পাশে  হকার্স মার্কেটে শীতের কাপড় কিনতে দেখা গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে ফুটপাতের মোড় ও বিপণী বিতানগুলোতে মানুষ ভীর করছেন। পাশাপাশি লেপ -তোষকের দোকানেও চলছে বেচাকেনা।  বৃহস্পতিবার  এ  উপজেলায়  তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস বইছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীত নিবারনের চেষ্টা করছে উপজেলা প্রশাসন। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।