ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

হবিগঞ্জের সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন

বার্তাকক্ষ
জানুয়ারি ২, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার সদর হাসপাতালকে আধুনিকীকরণ ও উন্নত চিকিৎসা সেবা চালু, যাতে রোগীরা আর ঢাকা ও সিলেট যেতে না হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে দালাল ও সিন্ডিকেট মুক্ত করার লক্ষ্যে।

বিদেশে অদক্ষ শ্রমিকের কোনো কদর নেই, তাই দেশ ও জাতির স্বার্থে সারা দেশে হাজার হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকারি নীতিমালা মোতাবেক হবিগঞ্জ জেলা সদরে একটি ১শত আসনের ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন

হবিগঞ্জের মানুষ দ্রুত সময়ে সিলেট সহ ওসমানী বিমানবন্দরে যাতায়াতের লক্ষে হবিগঞ্জ-নবীগঞ্জ-আউসকান্দি বর্তমান সড়ককে সরকারি নীতিমালা মোতাবেক অবিলম্বে চারলেনে উন্নীত করার দাবিতে- হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আতিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জজ কোর্টের এডিশনাল পি পি এডভোকেট মোঃ হাফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রভাকর এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান,ন্যাশনাল ডক্টরস্ ফোরাম হবিগঞ্জ জেলা সেক্রেটারি ডাঃ মোহাইমিনুল আজাদ শোপান, সিপাহসালার সাইয়েদ নাছির উদ্দিন একাডেমীর প্রধান শিক্ষক এস এম নাদির শাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান, ছাত্রনেতা মোঃ সাইদুর রহমান, হবিগঞ্জ জজ কোর্ট আইনজীবী ইউনিটের সেক্রেটারি এডভোকেট গাউছ আলম খান, অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ খলিউর রহমান,আবু বকর সিদ্দিক,আতাউর রহমান বাবুল,ইঞ্জিনিয়ার আল মনোয়ার রাসেল,মোঃ আজিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে পৌরসভার বিভিন্ন পর্যায়ের শতাধিক নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন হবিগঞ্জ সদর হাসপাতালকে দালাল ও সিন্ডিকেট মুক্ত করতে হবে, চিকিৎসার মান বৃদ্ধি করতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে, হবিগঞ্জ নবীগঞ্জ আউশকান্দি রোডকে চার লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।