কনৌজ ব্যানার্জি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর এলাকার নৌ-টার্মিনালের পরিত্যক্ত টয়লেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে পঁচা দুর্গন্ধ এ এলাকার মানুষের সহ্যের বাহিরে চলে যায়। এমনও অবস্থায় খোজাখুজি করে অর্ধগলিত এই মরদেহ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে থানার পুলিশ এসে এ মরদেহ উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান সত্যতা নিশ্চিত করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।