ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে শিক্ষক সমিতির কমিটির বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্যে প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বার্তাকক্ষ
জানুয়ারি ৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, পঞ্চগড় 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহবায়ক কমিটির বিরুদ্ধে ভিত্তিহীন, ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩জানুয়ারি) সকালে পঞ্চগড় প্রেসক্লাব হল রুমে পঞ্চগড় সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের আহবায়ক আফরোজা প্রধান, যুগ্ম আহবায়ক মনসুর আলম,সদস্য রুবাইয়া সুলতানা প্রমুখ বক্তব্য দেন। সংবাদ সম্মেলন উপস্থিত বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহবায়ক  কমিটি গঠন করি। সে আহবায়ক কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি  অনুমোদন দেন।  এ কমিটি গঠনের প্রতিবাদে ১লা জানুয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটিতে জায়গা পাওয়া সদস্যকে জোর করে পদত্যাগ করিয়ে একাংশ গ্রুপ আহবায়ক কমিটির বিপক্ষে সংবাদ সম্মেলন করেন। তারা আরও বলেন, তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন। আমরা সকল শিক্ষকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা শিক্ষকদের জোর করে পদত্যাগ দেখিয়ে সংবাদ সম্মেলন করার অভিযোগও করা হয় তাদের বিরুদ্ধে। তারা যে সংবাদ সম্মেলনটি করেছিল তা ছিল সম্পন্ন ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্যেপ্রনীত। তাদের এ সংবাদ সম্মেলনে সাধারন শিক্ষকগনের কোন সংশ্লিষ্টতা নেই। সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আছিম উদ্দীন, সদস্য রুবাইয়া সুলতানা, রেজাউল করিম, কেরামত আলী,  বিউটি আক্তার, আলী মোর্তজা, আন্জুমান প্রধান, প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, সহকারী শিক্ষক ছত্রসেন রায়, ফাতেমা আক্তার, সাইফুল ইসলাম, খাদেমুল ইসলামসহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহবায়ক আফরোজা প্রধান তার বক্তব্যে বলেন আমরা শিক্ষক’রা একটা পরিবার।খুব স্বাভাবিক একটি পরিবারে অনেক ভাই বোন থাকলে সেখানে একটু ঝগড়া ঝাটি হতেই পারে তাই বলে কি ভাই বোনের সম্পর্কের বিচ্ছেদ হয়। হয়না আমি আশাবাদী আমরা সবাই একটি পরিবার আর এই পরিবার নিয়েই আমরা সামনের পথ পাড়ি দিব।ইনশাল্লাহ সব কিছুর অবসান ঘটিয়ে আমরা শিক্ষকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সাথে আছি।  এ সময় বক্তারা আরো বলেন আমরা আশা রাখি আমাদের নারী আহবায়ক আফরোজা প্রধান তার হাত ধরে বৈষম্যহিণ পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক সমিতি গড়ে উঠবে।থাকবেনা কোন পদ পদবীর দৌরাত্ম।আমরা সবাই আহবায়ক আবার সবাই সদস্য।একটি মডেল শিক্ষক সমিতি হিসেবে পঞ্চগড় সদর উপজেলায় পরিচিতি লাভ করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।