ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে ভারত

প্রতিদিন বাংলাদেশ
জানুয়ারি ৩, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক 

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর অনুরোধ পেয়েছে ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা অনুরোধ পেয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’

নোবেল বিজয়ী প্রোফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ক‚টনৈতিক নোট পাঠানোর পর আজ ভারত এ প্রতিক্রিয়া জানালো।

এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পালিয়ে ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। নিজের দীর্ঘ শাসনামলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ প্রাণহানির একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হোক এবং এটাই আমাদের আবেদন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।