কারিমুল হাসান, ধুনট(বগুড়া):
বগুড়ার ধুনটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যে ঠেকাতে মোটরসাইকেল মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা। শনিবার ৪ জানুয়ারী সকালে ছাত্রদলের একটি মোটরসাইকেল বহর উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান বলেন, গণহত্যাকারী পলাতক হাসিনা ও তাঁর দোসরদের আরো একবার ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও ভারতে অবস্থান নিয়ে হাসিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী যেন সড়কে নেমে নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আজকে মোটরসাইকেল মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। আগামীতে আওয়ামী লীগ বা যুবলীগ কিনবা ছাত্রলীগ নামক কোন সংগঠনের ব্যানারে যদি কেউ সড়কে নেমে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা করে তাহলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে। এসময় উপজেলা ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, আলামিন সরকার, আল মামুন, ওমর ফারুক, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, জুয়েল রানা, শেখ মোহাম্মদ জাকারিয়া, কলেজ ছাত্রদল নেতা শাকিল হোসেন, জিসান, নাসির হোসেন, জিহাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।