ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

যশোরে নির্মানাধীন ভবনে কিশোরের মরদেহ উদ্ধার

বার্তাকক্ষ
জানুয়ারি ৪, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান মিল্টন, যশোর

যশোরের অভয়নগর নির্মানাধীন ভবনে মিললো অজ্ঞাত এক কিশোরের মরদেহ। অজ্ঞাত কিশোরের বয়স ১৫ বছর হবে। 

শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড় রেলওয়ে স্টেশন  এলাকায় ইকবালের মার্কেটের নির্মানাধীন ভবনে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার ভোররাতে ঢাকা থেকে আসা ট্রেনে করে অজ্ঞাত ওই কিশোর নওয়াপাড়া রেলস্টেশনে নামে। জিন্সের প্যান্ট ও গায়ে আকাশী রঙের টি শার্টের উপর সাদা গেঞ্জি কিশোরটি শীতে কাঁপতে থাকে। এমনও অবস্থায় স্থানীয়রা তার ঠিকানা জানতে চাইলে, সে তার বাড়ি রংপুর বলে জানান। দুপুরের দিকে প্রত্যক্ষদর্শীরা এসে দেখেন ছেলেটি মৃত। তৎক্ষণাত থানা পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার উপ-পরিদর্শক  আবু বাক্কর সিদ্দিক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।