জসিম উদ্দিন, হবিগঞ্জ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনারুঘাট উপজেলা শাখা’র অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।
(৪ জানুয়ারী) শনিবার বাদ মাগরিব চুনারুঘাট ডিসিপি স্কুল মাটের পার্শে অফিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুনারুঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ইদ্রিস আলী প্রধান অতিথি হিসেবে চুনারুঘাট শাখা অফিস উদ্বোধন করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনারুঘাট উপজেলার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রটারী ওবায়েদুর রহমান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশের উপদেষ্ঠা মাওলানা মোঃ ইদ্রীস আলী।
আরো উপস্থিত ছিলেন হাজী মাহমুদ হোসেন জামেয়া ইসলামীয়ার অধ্যক্ষ মাওলানা রায়হান উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা হাজী দুলাল,এনামুল হক,আবু ইউসুফ, আবু তাহের,রাসেল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন দীর্ঘদিন শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রকাশ্যে মিটিং পর্যন্ত করতে পারেনি। আজ মহান আল্লাহর রহমতে আমরা অফিসে বসে মিটিং করছি। শ্রমিকদের সকল ধরনের সুবিধা-অসুবিধায় তাদের সহযোগীর করার আশ্বাস দেন।মোনাজাতের মাধ্যমে ৫ই আগষ্টে নিহত সকল শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।